আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু
মোঃ রুহুল আমীন,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই ও বীরকুৎসা ষ্টেশনের মধ্যবর্তী এলাকা থেকে শুক্রবার এক অজ্ঞাত নারী’র (৪৫) ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ । থানায় অপমৃত্যু মামলা দায়েরের পর রাতে ময়না তদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত ওই নারীর ছিন্নভিন্ন লাশ দেখতে পেয়ে স্থানীয় জনগন সান্তাহার জিআরপি পুলিশকে সংবাদ দেয় । পুলিশ বিকেলে গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই নারী ট্রেনে কাটা পড়ে মারা যেতে পারে । শুক্রবার রাত ৭টা পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে ।
from BDJAHAN http://bit.ly/2RxBh4Q
via IFTTT