শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে রোগ নির্ণয় শাখা ও স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে জলাতংক রোগ নির্মূলের লক্ষ্য অবহিত করণ সভা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. সলিমুল্লাহ আকন্দের সভাপতিত্বে অনষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবির, বিশেষ অতিথি ছিলেন পৌর তৌহিদুর রহমান মানিক, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন তৌফিক, তোফায়েল আহম্মেদ সাবু, আব্দুল হাই প্রধান, মহিদুল ইসলাম, মোকলেছার রহমান, মোজাফ্ফর হোসেন, ডা. দেলোয়ার হোসেন, ডা, ওহেদুর রহমান, ডা. রুহুল আমিন, স্বাস্থ্য পরিদর্শক দেলোয়ার হোসেন কালাম, আব্দুল মোত্তালেব খন্দকার রুবেল প্রমুখ। উক্ত অবহিত করন সভায় আগামী ০২ ফেব্রুয়ারি থেকে ৫ দিন ব্যাপী উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জলাতংক রোগ নির্মুলের লক্ষ্যে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গৃহিত হয়।
from BDJAHAN http://bit.ly/2HKT6xD
via
IFTTT