রায়মাঝিড়া ইছামতি ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের রায়মাঝিড়া ইছামতি ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে রায়মাঝিড়া হাইস্কুল মাঠে গরীব ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান তারিকুল কাদির মুনানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান আইডিয়াল স্কুলের চেয়ারম্যান মোঃ ইকবাল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইছামতি ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিষ্ঠা হয়েছে। আমাদের সকলের উচিৎ তাদের মতো করে সমাজের অসহায় ও দুস্থ্য মানুষের সেবায় এগিয়ে আসা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন শহর যুব লীগের সদস্য হাসান তালুকদার, স্থানীয় ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন ডাক্তার খবির উদ্দীন, রামেশ্বপুর দাখিল মাদ্রাসার সহকারী মাওলানা রফিকুল ইসলাম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ইছামতি ফাউন্ডেশনের সভাপতি রানু রেজা। এসময় উক্ত ফাউন্ডেশনের সকল উপদেষ্টা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় অর্ধ শতাধিক অসহায় ও গরীব দূঃখি মানুষের মাঝে ইছামতি ফাউন্ডেশনের নিজস্ব তহবিল হতে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে উক্ত এলাকার গরীব দূঃখি মানুষ শুকরিয়া জ্ঞাপন করেন।
from BDJAHAN http://bit.ly/2Gk733z
via IFTTT