কোরআন –সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গড়তে না পারলে পরকালে মুক্তি সম্ভব নয় -ফিরোজ আহম্মেদ রিজু

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : ভরিয়া মদিনানাতুল উলুম কেরামতিয়া ক্বওমী হােিফজিয়া মাদ্রাসার আয়োজনে এক বার্ষিক ইসলামী জলসা মোলামগাড়ী মাদ্রাসার মুহতামিম পীরে কামেল আলহাজ্ব মাওঃ শামছুল আলমের সভাপতিত্বে গত বৃহঃ বার রাতে মাদ্রসা মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়নগর ইউপির চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ (রিজু) তিনি বলেন, কোরআন –সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন গড়তে না পারলে পরকালে মুক্তি সম্ভব নয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকামতলা ইউপির চেয়ারম্যান মোখলোছার রহমান খলিফা,আমন্ত্রিত অতিথিদের মধ্যে মোকামতলা ইউনিয়ন জাতীয় পাটির সাধারন সম্পাদক রবিউল হাসান মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান আলী ব্যাপারী,ভরিয়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব আব্দুল খালেক,মোকামতলা ইউপির সদস্য আবু হানিফ মোল্লা প্রমূখ।উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মোফাস্সিওে কোরআন হাফেজ ক্বারী মাওঃ জাহিদুল ইসলাম,২য় বক্তা আলহাজ্ব মাওঃ মোরশেদুল আলম মর্তুজা হাটহাজারী চট্রগ্রাম।



from BDJAHAN http://bit.ly/2Wxiuup
via IFTTT
Next Post Previous Post