রাজশাহীতে সাংবাদিক সেলিম ভান্ডারীর রহস্যজনক মৃত্যু,আটক১

নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় এসএম সেলিম আহম্মেদ ভান্ডরী (৩৫) নামের এক বিশিষ্ট সাংবাদিকের রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাংবাদিক সেলিমের মৃত্যুর ঘটনায় মাজেদুর রহমান নামের একজন হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ। সেলিম ভান্ডারি বাঘা উপজেলার মণিগ্রাম এলাকার মৃত শামসুল ইসলাম ভান্ডারীর ছেলে। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক যায়যায়দিন ও রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধি এবং একাত্তার টিভির বাঘা সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন। নিহত সাংবাদিক সেলিম ভান্ডারির চাচা কায়েম উদ্দিন জানান,বুধবার রাতে বাসায় ফিরে অসুস্থ্য হয়ে পড়ে সেলিম। বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তার শারিরীক অবস্থান অবনতি হলে তাকে প্রথমে বাঘা স্বাস্ব্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। প্রথমে তাকে হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেও তার অবনতি হলে তাকে ৩২ নম্বর ওয়ার্ডে নেয় চিকিৎসকরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। সলিম ভান্ডারী মারা যাওয়ার আগে পরিবারদেরকে জানান,বুধবার রাতে উপজেলার মণিগ্রাম বাজারের নিরাময় হোমিও হলে তাকে বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছিল। এর পর থেকে তার শরীর খারাপ হতে থাকে। এবিষয়ে,বাঘা থানার ওসি মহাসীন আলী জানান, বিষক্রিয়ায় সাংবাদিক সেলিমের মৃত্যু হয়েছে। মৃত্যু আগে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছে দেয়া জবানবন্দি অনুযায়ী মণিগ্রাম বাজারের নিরাময় হোমিও হলের মালিক ও হোমিও চিকিৎসক মাজেদুর রহমানকে আটক করা হয়েছে।এছাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



from BDJAHAN http://bit.ly/2Uy0Ft3
via IFTTT
Next Post Previous Post