নবাবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে বই বিতরণ উৎসব পালিত
নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম এ সাজেদুল ইসলাম(সাগর) : ১ জানুয়ারী সারাদেশের ন্যায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২০১৯ শিক্ষাবর্ষে প্রাথমিক , মাধ্যমিক , দাখিল ও কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ উৎসব উপজেলা সদরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান , উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম , সহকারি শিক্ষা কর্মকর্তা শরীফ হোসেন, ওয়াকিল , জাকিয়া সুলতানা , একাডেমিক সুপারভাইজার শফিউল আলম , নবাবগঞ্জ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন , উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. মোশারফ হোসেন , সাদেকুল ইসলাম , সরকারি পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ কুমার শাহ । এছাড়াও উপজেলা সদরে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে আনুষ্টানিকভাবে নতুন বছরে নতুন বই তুলে দেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান , সাধারন সম্পাদক হাফিজুর রহমান মিলন , অভিভাবক আরজুমান আরা , ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হক প্রমুখ। নতুন বই পেয়ে হরিল্যাখুর এসএমআর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রাসুল আমিন জানায় , নতুন বই পেয়ে লেখাপড়ায় ভালোভাবে মনোনিবেশ করবে।
from BDJAHAN http://bit.ly/2R4uqV4
via IFTTT