নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত

জিল্লুর রহমান রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১লা জানুয়ারি সারাদেশের ন্যায় নন্দীগ্রামেও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উপলক্ষ্যে বই উৎসব অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্রের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একরামুল হক, উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম ও নন্দীগ্রাম কাজী আব্দুল ওয়াজেদ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ। অপরদিকে হাটধুমা মুজাদ্দিদ আলফেসানী দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য দেন, সুপার নূরুন্নবী, সদস্য বুলু মন্ডল, জাহিদুল ইসলাম, মুক্তার হোসেন, আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম শুকুর, সহকারী শিক্ষক শামছুর রহমান, সাইফুল ইসলাম, হাসিবুল হাসান, সমাজসেবক শাকিল আহম্মেদ, বেলাল হোসেন ও লুৎফর রহমান প্রমুখ। অপরদিকে ডেরাহার উচ্চ বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা গামার সভাপতিত্বে বই উৎসবে বক্তব্য দেন, প্রধান শিক্ষক জহুরুল হক, সদস্য ফেরদৌস আলম, মাহাবুবুর রশিদ ও আজাদুর রহমান প্রমুখ। ব্যাপক উৎসবমুখর পরিবেশে নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।



from BDJAHAN http://bit.ly/2Sv0YUZ
via IFTTT
Next Post Previous Post