যশোর-৪ আসনের সাংসদ সদস্যকে ফুলের শুভেচ্ছায় সিক্ত করলো নেতা কর্মীরা
এবিএস রনি, যশোর জেলা প্রতিনিধি : যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রনজিত কুমার রায় পুনরায় নির্বাচিত হওয়ায় অভয়নগরের আ.লীগ নেতা কর্মীরা ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলো।
সোমবার বিকালে নওয়াপাড়া ইন্সটিটিউট অডিটোরিয়ামে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তাকে এ সম্মাননা করা হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এনামুল হক বাবুলের সভাপতিত্ব করেন।
এ সময়ে বিজয়ী সাংসদ রনজিত কুমার রায় বলেন, সাধারণ জনগনের ভোটে নির্বাচিত হয়েছি, তাদের জন্যে কিছু করতে চাই। বাংলাদেশ এখন শেখ হাসিনা সরকারের নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। আগামী ২০৪১সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিনত হবে, তাতে কোনো সন্দেহ নেই।
মতবিনিময় সভায় বক্তব্য অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নওয়াপাড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সুশান্ত কুমার দাস শান্ত, সাবেক মেয়র ও যুগ্ম আহবায়ক সরদার অলিয়ার রহমান, যুগ্ম আহবায়ক শাহ্ ফরিদ জাহাঙ্গীর, নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র রবিন অধিকারী ব্যাচা, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, নওয়াপড়া-রাজঘাট শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ফারাজী, সাবেক ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মুক্তিযোদ্ধা আবদুল মালেক মোল্যা, মুক্তিযোদ্ধা কমান্ডার স.ম মোশাররফ হোসেন, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আবদুল ওয়াদুদ, ফারাজী মাসুদুর রহমান টিটো, উপজেলা যুবলীগের আহবায়ক তালিম হোসেন, সাধারণ সম্পাদক অর্জুন সেন, ছাত্রলীগের আহবায়ক শাহ্ খালিদ মামুন, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, তরুন লীগের আহবায়ক সাইদ আলম বাচ্চু, উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী শামসুর নাহার, সাধারন সম্পাদক সুলতানা আরিফা মিতা।
বক্তব্য শেষে সংসদ সদস্য রনজিত কুমার রায়কে ফুলেল শুভেচ্ছা জানান- অভয়নগর উপজেলা আওয়ামীলীগ, নওয়াপাড়া পৌর আওয়ামীলীগ, নওয়াপাড়া পৌরসভা, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগ, তরুন লীগ, উপজেলা শিক্ষক সমিতি, ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বাস্তুহারা লীগ, কৃষকলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, উপজেলার ৮টি ইউনিয়নের আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
from BDJAHAN http://bit.ly/2BXJ99Y
via IFTTT