ছিনতাই করার এক নতুন কৌশল শাহাদাতের, বিস্তারিত পড়ুন।

ভিড় তার প্রিয়। সেই ভিড়ে টার্গেট করা ব্যক্তির সঙ্গে হয় ধাক্কা। ধাক্কায় পকেটে থাকা ভাঙা মোবাইল ফোন নিচে পড়ে। মাটিতে পড়ে মোবাইলের ভাঙার দোষ চাপান লক্ষ্য করা ব্যক্তির ওপর। হইচই ও ঝগড়া বাঁধিয়ে রাগারাগি করেন। এর মধ্যে সহযোগিরা এসে হাজির হন।
চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন মঙ্গলবার নগরীর জুবলী রোড থেকে আটক শাহাদাতের ছিনতাইয়ের অভিনব কৌশলের কথা জানান।

তিনি জানান, তার সহযোগিরা জড়ো হলে বিষয় মিমাংসা করতে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে অস্ত্র ঠেকিয়ে মোবাইল, টাকা-পয়সা কেড়ে নেয়। শাহাদাতের ছিনতাইয়ের এলাকা মূলত নগরীর নিউমার্কেট থেকে রিয়াজউদ্দিন বাজার। বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পর তাকে আটক করা হয়েছে।

আটক শাহাদাত জেলার পটিয়ার কুসুমপুরা ইউপির হরিণখাইনের মো. ইসমাইলের ছেলে। সে বর্তমানে নগরীর বাকলিয়া থানার মিয়াখানে বাস করেন। আটকের সময় শাহাদাতের কাছ থেকে একটি এলজি, দুটি গুলি ও একটি ভাঙা মোবাইল ফোন উদ্ধার করা হয়। শাহাদাতের ছিনতাইয়ের কৌশল আলাদা। এতে সবাইকে সচেতন থাকতে হবে।

The post ছিনতাই করার এক নতুন কৌশল শাহাদাতের, বিস্তারিত পড়ুন। appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2SANpDK
via IFTTT
Next Post Previous Post