বই উৎসব করা শেখ হাসিনা’র নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে -বিশ্বনাথে শফিক চৌধুরী

বিশ্বনাথ প্রতিনিধি : সারা দেশের ন্যায় প্রতি বছরের মতো এবারও সিলেটের বিশ্বনাথে নতুন বছরের প্রথম তারিখে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে পালিত হয়েছে বই উৎসব। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ‘বই উৎসব’র উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একই সাথে বাংলাদেশে সর্বত্র বছরের প্রথম তারিখে বই উৎসব করা একমাত্র প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই সম্ভব হচ্ছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই যাবে, এমন বিশ্বাস থেকেই দেশবাসী নৌকা প্রতিকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করার মাধ্যমে তাকে ৪র্থ বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। তাও আবার টানা ৩য় বারের মতো প্রধানমন্ত্রী হচ্ছে জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা।
হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গভনিং বডির সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও শিক্ষক আবদুল হান্নান ইউজেটিক্সের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ নেহারুন নেছা। এরপর শফিকুর রহমান চৌধুরী উপজেলার ‘আলহাজ্ব আবদুল মুতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ হিসেবে বই উৎসবের উদ্বোধন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আলম চৌধুরী অপুর সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পীযুষ কান্তি দেব, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন।
উপজেলার রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয় ও গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। রামসুন্দরে পরিচালনা কমিটির সহ সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে ও শিক্ষক নাজমুল ইসলামের পরিচালনায় এবং গড়গাঁওয়ে পরিচালনা কমিটির সভাপতি লায়েক মিয়ার সভাপতিত্বে ও সদস্য লিটন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ ও গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কুলছুম।
অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী আজমল খান, সিরাজ মিয়া, আছাব আলী, নূর মিয়া, ছুরুক মিয়া, প্রবাসী হিরন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, প্রচার সম্পাদক নিখিল পাল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, উপদেষ্ঠা ময়না মিয়া, আওয়ামী লীগ নেতা সুফি শামছুল ইসলাম, আবুল হোসেন, তজম্মুল আলী, আবদুর রহমান, আতাউর রহমান, শামছুল আলম সমুজ, লাল মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ছাতির, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, যুবলীগ নেতা আবদুল হক, মনোহর হোসেন মুন্না, আবুল হোসেন, লিটন মিয়া, মোহাম্মদ আলী, স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক মিয়া, সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ জয়, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মুন্না, আবিদুর রহমান আবিদ, রুবেল মিয়া, আবদুল হামিদ, শিপন আহমদ, কয়েছ মিয়া প্রমুখসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।


from BDJAHAN http://bit.ly/2R3qLa3
via IFTTT
Next Post Previous Post