এস,এস,সি পরীক্ষায় মোকামতলা উঃ বিঃ কেন্দ্রে ১০৬৮জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : আগামী ২ ফেফ্রয়ারী শনিবার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট (এস,এস,সি) পরীক্ষা/২০১৯ মোকামতলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি বিদ্যালয় থেকে ৫২৪ জন ছাত্রী সহ ১০৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করবে বলে কেন্দ্র সচিব আশরাফুল ইসলাম জানান এবং পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কেন্দ্রে অংশ গ্রহন কারী বিদ্যালয় গুলো হলোঃ-মোকামতলা বালিকা বিদ্যালয় -২০৬, রহবল দ্বি-মূখী উঃ বিঃ -৬০,ভরিয়া উঃ বিঃ – ৫১,করতোকোলা জোনাব আলী উঃ বিঃ -৯২,চন্ডিহারা বালিকা বিঃ-৩৩,অভিরামপুর উঃ বিঃ-৭১,জগন্নাথপুর উঃ বিঃ-৬৪,সৈয়দপুর ইসলামীয়া উঃ বিঃ-৫০,গাংনগর এ,এম,বহুমূখী উঃ বিঃ -১৬৮,গাবতলী উপজেলার কাগইল করুনাকান্ত উচ্চ বিঃ-১৩৬,উজগ্রাম পিন্টু বালিকা বিঃ- ৫৩,কৃষœচন্দ্রপুর উঃ বিদ্যালয় থেকে ৮৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করবে বলে জানা গেছে।



from BDJAHAN http://bit.ly/2DOtaxn
via IFTTT
Next Post Previous Post