সন্তানদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য-মৃনাল কান্তি দেব
গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে বিদ্যালয় পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় (ভারপ্রাপ্ত) কমিশনার মৃনাল কান্তি দেব বলেছেন, কোমলমতি শিশু শিক্ষার্থীরা অনুকরণ প্রিয়। তাদের কাছ থেকে সুন্দর আচরণ প্রত্যাশা করলে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। শিশুর সুন্দর আচার আচরণ গঠনে মূল ভূমিকা পালন করে বিদ্যালয় ও পরিবার। বিদ্যালয় ও পরিবার থেকেই শেখাতে হবে শিষ্টাচার। শেখাতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা অভ্যাস পরিষ্কার,পরিচ্ছন্নতা কার্যক্রম শুধু কাগজে কলমে থাকলে হবেনা, এর বাস্তব প্রয়োগ যাতে থাকে এ বিষয়ে লক্ষ রাখতে হবে। তিনি অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, সন্তানদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অনস্বীকার্য। অভিভাবকরা হচ্ছেন শিক্ষার্থীদের মূল কেন্দ্রবিন্দু। অভিভাবক ও শিক্ষকদের সার্বিক সমন্বয়ের ফলে শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়। তিনি গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় গোলাপগঞ্জের ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির ছিলেন প্রাথমিক শিক্ষা সিলেটর বিভাগীয় উপ-পরিচালক সাফায়েত আলম, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সচিব, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ। উপজেলা সহকারী শিক্ষা অফিসার লুৎফুর রহমানের স ালনায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, ফুলবাড়ি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আব্দুল আজিজ। উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যান সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, সাংবাদিক জাহেদুর রহমান, সফিক উদ্দিন আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাহিদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ রুবেল আহমদ, সাংবাদিক ফাহাদ হোসাইন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নাদিরা বেগম, সাবেক সভাপতি মখতার আলী, প্রধান শিক্ষক রাহেলা আক্তার, সহকারী শিক্ষক সায়রা বেগম, রেহেনা বেগম, জান্নাত আরা জেবিন, ফাতেহা ইয়াসমিন, শিল্পী রানী দাশ, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক রেজা, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক কামাল আহমদ, বিদ্যুৎসাহী সুলতানা ইয়াসমিন, সদস্য আবুল কালাম বুদুর প্রমুখ।
from BDJAHAN http://bit.ly/2HLgjQn
via IFTTT