শেখ হাসিনাকে সোনিয়া গান্ধীর অভিনন্দন
অনলাইন ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। বুধবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানিয়েছেন। ইহসানুল করিম বলেন, গত রবিবারের নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাওয়ায় ভারতীয় কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন।’
বার্তায় সোনিয়া গান্ধী বাংলাদেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন বলেও জানান প্রেস সচিব।
প্রসঙ্গত, বিপুল ভোটে রেকর্ড জয়ে টানা তৃতীয়বারের (হ্যাটট্রিক) মতো সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ টি আসনের মধ্যে ২৯৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনের আগে গাইবান্ধা-৩ আসনের এক প্রার্থীর মৃত্যু হওয়ার পর ওই আসনে ভোট গ্রহণ স্থগিত রাখা হয়। গত রোববার সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪ টায়।
সোমবার ভোরে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ গণমাধ্যমে নির্বাচনের ফলাফলের সরকারি ঘোষণা দেন। ঘোষিত ২৯৮টি আসনের মধ্যে ২৫৯টি আসনে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এছাড়া এরশাদের জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন। বিএনপি পেয়েছে ৫টি আসন। অন্যান্য দলগুলোর মধ্যে স্বতন্ত্র ৩টি, ওয়ার্কার্স পার্টি ৩টি, জাসদ ২টি, বিকল্পধারা ২টি, গণফোরাম ২টি, তরিকত ফেডারেশন ও জেপি পেয়েছে ১টি করে আসন।
from BDJAHAN http://bit.ly/2F0Rmxq
via IFTTT