উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে ‘লাঙ্গল’ প্রতীকে ভোট দিন -এহিয়া চৌধুরী
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনে মহাজোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন- আমি শুধু হোসেইন মুহাম্মদ এরশাদ ও রওশন এরশাদের মনোনীত নই, এবার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারও মনোনীত প্রার্থী। ইনশাহআল্লাহ আবারও মহাজোট ক্ষমতায় আসবে। এবার আমি নির্বাচিত হলে বিগত ৫বছর বিরোধী দলের এমপি হয়ে সিলেট-২ আসনে যে উন্নয়ন হয়েছে, আগামীতে দ্বিগুণ উন্নয়ন হবে। তাই লাঙ্গল-ই-হবে সবার জন্য মঙ্গল। এলাকার উন্নয়ন, শান্তি ও সহবস্থানের রাজনীতির ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর লাঙ্গল প্রতীকে ভোট দিতে তিনি সকলের প্রতি আহবান জানান।
তিনি সোমবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী গ্রামে ‘লাঙ্গল’ প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি প্রতাব পালের সভাপতিত্বে ও জাপা নেতা সাহেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল লেইছ কাহার, বিশিষ্ট শিক্ষাবিদ সুধাংশু শেখর দত্ত, সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম আহবায়ক এ কে এম দুলাল। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নূর উদ্দিন, হাজী সফর আলী, এলাকার মুরব্বি ওয়ারিছ আলী, জাপা নেতা সাজিদুল ইসলাম, নাছির উদ্দিন, চান মিয়া, তবরুক মিয়া, আব্দুল মন্নান, নুরুল আমিন, আব্দুর রউফ, ইছমত আলী, জ্যুতিস মালাকাল, হাসান মিয়া, জেলা যুবলীগ নেতা অলক দে, যুবলীগ নেতা খালেদ আহমদ, তরুণ পার্টি নেতা সাহেদ আহমদ। এছাড়া বৈঠকে স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
from BDJAHAN http://bit.ly/2RcvuFS
via IFTTT