দেখুন ইসলামে পর্দার হুকুম সম্পর্কে কি বলা হয়েছে।

হে সম্মানিত বোন কেন Open Place এ ছবি দিচ্ছেন???? আপনি না মুসলিম?? তবে কেন মুসলিমের আদর্শ পোষণ করেন না??? আল্লাহ বলেছেন পর্দা করা ফরয আর এই ফরযটা কতো বড় গুরুত্বপূর্ণ ফরয ইবাদত আপনি কি জানেন??? নামাজ ২৪ ঘন্টায় ৫ ওয়াক্ত ৫-টাইম ফরয আর পর্দা করা ২৪ ঘন্টাই ফরয। বর্তমানে Maximum নারীকে নামাজ পড়ে কিনা প্রশ্ন করলে বলে হে নামাজ পড়ি!! কুরআন পড়ে কিনা প্রশ্ন করলে বলে,,,, হে কুরআন পড়ি, রোযা রাখে কিনা প্রশ্ন করলে বলে রাখি কিন্তু যখনি ১০০% পর্দার কথা প্রশ্ন করা হয় তখনি বলে না পর্দা ঐ ভাবে করি না??

কেন বোন সব ফরয ইবাদতই পালন করলেন????তবে কেন, যে ফরয ইবাদত আপনার উপরে ২৪ ঘন্টা অবশ্যকরণীয় তা কেন অবহেলাই পালন করছেন না?? পর্দা না করাও তো কবিরা গুনাহ নামাজ যেমন ফরয পর্দাও ফরয। কিছু ফরয আদায় করলেন আর কিছু করলেন না কেন? ফরয ইবাদত সম্পর্কে আইডিয়া আছে আপনার? নিজেকে প্রশ্ন করেন কেমন মুসলিম আপনি? এই ঈমান নিয়ে কবরে আল্লাহর প্রশ্নের উওর দিতে পারবেনতো??? সময় কিন্তু চলে যাচ্ছে, ধরেন আপনার বয়স যদি হয় ২২বছর আপনার জীবন থেকে এই ২২ বছর চলে গেলো মানে আপনি কবরের দিকে, মৃত্যুরর দিকে এগিয়ে যাচ্ছেন। আমি লিখাটা যতো টাইম নিয়ে লিখছি এই টাইমটাও আমার জীবন থেকে বিয়োগ হয়ে যাচ্ছে।।। ভাবুন একবার আর কতো দিন শয়তানের কাছে হেরে যাবেন।

শয়তানের কাজইতো এই দুনিয়াকে আমাদের সামনে কালারফুল করে দুনিয়ার ধোকায়, মোহে ফেলে জাহান্নামে দিকে নিয়ে যাওয়া। আর বোন জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহই যথেষ্ট আর আপনারা Open place. এ নিজে বেপর্দার ছবি দিয়ে প্রতি সেকেন্ডে কতো কবিরা গুনাহ করছেন ভেবে দেখেছেন কি???নাকি শয়তান আপনার অন্তর দৃষ্টিকে অন্ধ বানিয়ে রেখেছে।হে বোন Remember you জাহান্নামে কিন্তু নারী বেশি হবে So becareful…. আপনি যে Open Place এ আপনার বেপর্দায় নিজের ছবি বা অন্যের ছবি দিচ্ছেন একটুও কি ভয় করেনা?? মৃত্যুর কথা একবার চোখ বন্ধ করে ভাবুন তো?? আমাদের বয়সী কতো মানুষই আজ ব্লাড ক্যান্সার, কিডনি নষ্ট, Road Accident হয়ে মারা যাচ্ছে।আজ এখনি যদি আপনার মৃত্যু হয়ে যায় আর Fb logout করার সময়ও পাববেন না। তখন এই ছবি গুলো ইন্টারনেট(Open Place)এ থেকে যাবে আর আপনার এই বেপর্দায় ছবি গুলো যতো বেগানা পুরুষ দেখবে আপনি কবরে থেকে Automatic ঐ পরিমান পাপ পেতে থাকবেন।( বিনা শ্রমে বেতন পাওয়ার মতো)।

মনে করুন আপনি বেপর্দায় ঘর থেকে বের হলেন আপনাকে হয়তো ৩০ জন পুরুষ দেখলো এতে আপনার ঐ ৩০ টা গুনাই হলো কিন্তু আপনি Open place এর একটা ছবি প্রতিদিন, প্রতি সেকেন্ড কতো হাজার হাজার পুরুষ দেখছে, আপনার ছবি Share,,edit করছে, Download করে মোবাইলের প্রফাইলে রাখছে। আর আপনি কবরে থেকেই ঐ ছবির Auto পাপ পেতেই থাকবেন কিয়ামত পর্যন্ত। প্লিজ একবার ভাবুন তখন আপনি হাজার বার চাইলেও কবর থেকে দুনিয়াই এসে Fb open করে আপনার ছবি ডিলেট করতে পারবেন না। তখন আফসোস করতে থাকবেন ইস ইস। আপনার ঘুমন্ত বিবেককে জাগ্রত করতেই এই লিখা । যদি আপনার ভুল বুঝতে পারেন তবেই আমার লিখা স্বার্থক। আর যদি অল্প পরিমাণও আপনার মাঝে ঈমান থেকে থাকে নিজেকে প্রশ্ন করুন?? মৃত্যু থেকে কেউ বাচঁতে পারবে না আপনিও না!!!!!!!!!মরতে হবেই হবে Are u Ready????? পোস্টা শেয়ার,সেন্ড করুন ঐ সব বোনদের যারা এখনো গাফেল, শয়তানের ফাঁদে পড়ে জাহান্নামের পথ যাএী হয়ে যাচ্ছে।।।।কথাগুলো শুধু নারিদেরকে বলছি না।পুরুষরা এতো খুশি হবেন না,,,দাউয়ুস কখনো জান্নাতে যাবেনা আল হাদিস,,,,দাউয়ুস তারা যারা তাদের পরিবারের লোকদেরকে পর্দা করতে বলেনা।তারা so পুরুষগন ও সাবধান
আল্লাহ পাক সকলকে সঠিক বুঝ দান করুন। আমিন……

The post দেখুন ইসলামে পর্দার হুকুম সম্পর্কে কি বলা হয়েছে। appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2CxrsQj
via IFTTT
Next Post Previous Post