পিএসসি’তে জিপিএ-৫ পেলো রাফসান

স্টাফ রিপোর্টার : পিএসসি’তে জিপিএ-৫ পেয়েছে বন্দরের কৃতি শিক্ষার্থী মুসফিক নূর রাফসান। সদ্য ঘোষিত ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষায় সে পুত্র ৫১নং সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নেয়। মেধাবী ছাত্র রাফসানের ইর্ষণীয় সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করে তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা। রাফসান বন্দর উপজেলা শিল্পকলা একাডেমী’র যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন ও গৃহিনী নূর নিরুন্নাহার সিনথি’র কনিষ্ঠ পুত্র। ২ভাইয়ের মধ্যে রাফসান দ্বিতীয়। উচ্চ শিক্ষার্জন করে রাফসান একজন সৎ,নির্ভীক এবং নীতিবান আইনজীবি হিসেবে প্রতিষ্ঠা হয়ে জনকল্যাণে কাজ করতে চান। মানুুষের জন্য নিজেকে বিলিয়ে দিতে চাওয়া গুণী শিক্ষার্থী রাফসান তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে সকলের দোয়া চান।



from BDJAHAN http://bit.ly/2VaArOK
via IFTTT
Next Post Previous Post