নতুন বছরেই পৃথিবীর বুকে দেখা মিলবে এক চমকপ্রদ “সুপারমুন”

নতুন বছরের শুরুতেই পৃথিবীর আকাশে দেখা দেবে রক্তবর্ণের চাঁদ, যা এক ধরনের সুপারমুন। আগামী ১ জানুয়ারি দিবাগত রাতে পৃথিবীর আকাশে দেখা দেবে বছরের প্রথম সুপারমুন বা ‘নেকড়ে চাঁদ’। আমেরিকার আদি বাসিন্দাদের কাছে বছরের প্রথম সুপারমুনটি ‘নেকড়ে চাঁদ’ নামে পরিচিত।

জান গেছে, ওই পূর্ণিমায় পৃথিবী চাঁদের আলোয় এতটাই ভেসে যায় যে নেকড়েরা ডেরা থেকে বেরিয়ে ডাকতে শুরু করে। আর এজন্যই এটির এমন নামকরণ। এক বছরের মাঝেই তিনটি সুপারমুনের দেখা পাচ্ছে পৃথিবীবাসী। ১ জানুয়ারির পর একই মাসের ৩১ তারিখ আবারও দেখা মিলবে সুপারমুনের। শেষ এই সুপারমুনের নাম ‘ব্লু মুন’ বা ‘নীল চাঁদ’ বা ‘অতিরিক্ত’ চাঁদ।

তাছাড়া প্রতি দুই থেকে তিন বছর পরপর এই পূর্ণিমা আসে। এর আগে চলতি বছরের ৩ ডিসেম্বর দেখা যায় প্রথম সুপারমুন। ‘নেকড়ে চাঁদ’র যখন দেখা মিলবে বাংলাদেশে তখন সময় থাকবে ২১ জানুয়ারি সকাল ৮টা ২৪ মিনিট। তবে বাংলাদেশ থেকে এই সুপারমুনের দেখা না মিললেও হতাশ হওয়ার তেমন কিছু নেই। কারণ সুপারমুনের পর কয়েক দিন পৃথিবীর আকাশে চাঁদের আকৃতি বড় থাকবে।

The post নতুন বছরেই পৃথিবীর বুকে দেখা মিলবে এক চমকপ্রদ “সুপারমুন” appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2CHZ0uQ
via IFTTT
Next Post Previous Post