অ্যাপলকে হারিয়ে দিল হুয়াওয়ে।

চলতি বছরে (২০১৮) স্মার্টফোন সরবরাহে টেক জায়ান্ট অ্যাপলকে সরিয়ে এই প্রথমবারের মতো বিশ্বের দ্বিতীয় বৃহৎ স্মার্টফোন কোম্পানির খেতাব পেয়েছে হুয়াওয়ে। চীনাভিত্তিক স্মার্টফোন উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটি ২০ কোটি ইউনিটের মাইলফলক অতিক্রম করে এই জায়গা দখল করেছে। এছাড়া বরাবরের মতো এখনো প্রথম স্থানই ধরে রেখেছে স্যামসাং।
হুয়াওয়ের তথ্যমতে, বিশ্ববাজারে আগের বছরের (২০১৭) তুলনায় ২০১৮ সালে তাদের স্মার্টফোন সরবরাহ বেড়েছে ৩০ শতাংশ। আর এই বাজার সম্প্রসারণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে P-10, Honor-10 এবং ম্যাট ডিভাইস।

এদিকে, বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশাল ডাটা করপোরেশন বলছে, বৈশ্বিক স্মার্টফোন বাজারের ১৮ শতাংশ দখলে নিয়েছে হুয়াওয়ে। এর মাধ্যমে সর্বোচ্চ ডিভাইস সরবরাহকারীর তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে প্রতিষ্ঠানটি। এতে ২০ শতাংশ দখলে রেখে প্রথম স্থানে এখনো অনড় কোরিয়াভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামস্যাং।

The post অ্যাপলকে হারিয়ে দিল হুয়াওয়ে। appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2BEHCpg
via IFTTT
Next Post Previous Post