ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দক্ষিণে ৬ দশমিক ৯ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবারের এই ভূমিকম্পটি দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ডাভাও শহরে আঘাত হেনেছে। এর প্রভাবে পর্যবেক্ষকরা প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়ায় সম্ভাব্য সুনামির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। খবর রয়টার্স ও বিজনেস স্ট্যান্ডার্ডের। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯ কিলোমিটার। প্রাথমিকভাবে এর মাত্রা ৭ দশমিক ২ মাত্রার মনে হলেও পরে রিখটার স্কেলে তা কমে ৬ দশমিক ৯ মাত্রায় নেমে আসে। এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রকার ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

এদিকে প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র বলছে, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের উপকূলীয় এলাকায় ভূমিকম্পের পর সম্ভাব্য বিপজ্জনক সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। তবে মার্কিন অঙ্গরাজ্য হাওয়াইয়ে সুনামির কোনো ঝুঁকি নেই। গেল সপ্তাহে ইন্দোনেশিয়ায় সাগরের নিচে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর সৃষ্ট সুনামির কারণে সাড়ে চার শতাধিকেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এতে নিখোঁজ হয় আরো কমপক্ষে দেড় শতাধিক মানুষ।

The post ফিলিপাইনে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2rZuK8P
via IFTTT
Next Post Previous Post