সৌদিতে নারী পুরুষের একত্রে নাচানাচি। (ভিডিও)

চরম রক্ষণশীল বলে পরিচিত সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আসার পর থেকে সেদেশে সামাজিক পরিবর্তন শুরু হয়েছে। প্রচুর ইসলামিক বিধিনিষেধের বাঁধন হালকা হয়েছে। তারই এক উদাহরণ হলো- প্রথমবারের মতো কোনো মিউজিক কনসার্টে একসঙ্গে পুরুষ ও নারীদের নাচ।

সম্প্রতি ফরাসি ডিস্কো জকি ডেভিড গুয়েত্তার একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে। সেখানে মঞ্চের আশপাশে ছিল যুবক-যুবতীদের ভিড়। ডেভিডের গানের সুরে একসঙ্গে নাচলেন তারা। সৌদির ছেলে-মেয়েদের একসঙ্গে নাচের বিরল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িলে পড়লে মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। তবে বিধি-নিষেধের বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার জন্য অগণিত মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাদের।

কেউ বলেছেন, সৌদি আরবকে স্বাগত নতুন এই জগতে প্রবেশ করার জন্য। তবে সেখানকার অনেক ধর্মীয় নেতারা এর কড়া সমালোচনা করেছেন। ১৯৩২ সালে রাজতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে দেশটিতে কঠোর শরিয়া আইন চলছে। এই আইনের কারণে সৌদি নারীদের চলাফেরার স্বাধীনতা অনেকটাই সীমাবদ্ধ ছিল। তবে বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ আল সৌদের কিছু পদক্ষেপে সৌদি সমাজের আমূল পরিবর্তন দৃশ্যমান হয়েছে।

The post সৌদিতে নারী পুরুষের একত্রে নাচানাচি। (ভিডিও) appeared first on BD Time.



from BD Time http://bit.ly/2SANLKc
via IFTTT
Next Post Previous Post